Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাহাড়পুর ইউনিয়নের ইতিহাস

পাহাড়পুর ইউনিয়নের ইতিহাস:-

গোমতী নদীর চরে অবস্থিত কুমিল্লা জেলা-মুরাদনগর উপজেলাধীন পাহাড়পুর ইউনিয়ন পরিষদ। অবস্থিত এ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের নামকরনের ইতিহাস বর্তমান সমাজপতির কাছে অজানা। প্রাগৈতিহাসিক এ গ্রামের বেশ কিছু অতীত স্থাপন যা আজও স্মৃতি হয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছে।

 

তবে পাহাড়পুর ইউনিয়নের নামকরন সর্ম্পকিত তথ্য জনমতে জানাযায় যে, বৃটিশ শাসনামলে পরগনায় ইউনিয়ন গঠন করা হয়। সে সময় পাহাড়পুর গ্রামটি ঐতিহ্যবাহী ও অত্রএলাকার মাঝে গন্যম্যমান্য ব্যক্তি/সমাজপতিদের মধ্যে বেশীর ভাগ লোক পাহাড়পুর গ্রামের বাসিন্দা হওয়ায় ইউনিয়ন পরিষদ গঠনকালে নামকরন করা হয় পাহাড়পুর ইউনিয়ন পরিষদ। কিন্তু ইউনিয়ন পরিষদ স্থাপিত হয় বর্তমান ইউনিয়ন পরিষদ বাবুটিপাড়া গ্রামে।

 

জানামতে ইউনিয়ন পরিষদ গঠনে প্রেসিডেন্ট প্রথা চালু হয়। সে সময় ভোটের প্রথা ছিল সামনা সামনি। মৌখিক ভোটের মাধ্যমে ১৯৪৪ সালের আগে বাবু জগৎ ভুইয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়।

 

এ কথা চির সত্য যে , বস্তু জগতের সাধারন ধর্ম আত্মপ্রতিষ্ঠা। তাই ১৯৪৪ সালে জনাব মোঃ ফজলুর রহমান (সুদন) সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পাহাড়পুর ইউনিয়ন পরিষদটি পাহাড়পুর গ্রামেই স্থাপিত হয়। পরে স্বাধীনতার পর বৃহত্তর এ পাহাড়পুর ইউনিয়নটি ভাগ করে দুইটি ইউনিয়ন করা হয়। যা বর্তমানে ২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন নামে স্থাপিত।

ঐতিহ্যবাহী পাহাড়পুর ইউনিয়নটি আজও তার ঐতিহ্য ধরে রেখে মাথাউঁচু করে দাড়িয়ে আছে সকলের মাঝে।

 

সম্মানিত পরিদর্শক/ভ্রমনকারীগণ যদি কোনদিন এগ্রামের পাশদিয়ে পরিদর্শক/ভ্রমনে যান তাহলে আমাদের এ ইউনিয়নের বিভিন্ন প্রাগৈতিহাসিক স্মৃতিগুলো পরিদর্শনের আমন্ত্রন রহিল।

(যোগাযোগ: ঢাকা-চট্রগ্রাম মহসড়ক ইলিয়টগঞ্জ বাস স্টেন্ডের ৯ কিলোমিটার উত্তরে অবস্থিত। মাধ্যম-সিএনজি)