Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

ঢাকা-চট্রগ্রাম মহা সড়কটি বয়ে গেছে কুমিল্লা জেলার মাঝ দিয়ে এই মহা সড়কের বাসস্টেন্ড গূলোর মধ্যে ১টি হল ইলিয়টগঞ্জইলিয়টগঞ্জ থেকে ৯ কিলোমিটার  উত্তরে  অবস্থিত মুরাদনগর উপজেলাধীন সুনিবির প্রত্তন্ত অঞ্চল ২০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নটি মিশে আছে ৬ রিতুর সাথেতবে উপভোগ করার জন্ন্য বর্ষাকাল হল প্রধান কারন এখানে  রয়েছে  ৫ টি  মাছচাষের প্রকল্প ।প্রতিটি প্রকল্প ৪০০-৫০০ একর করেতাই বর্ষাকালে নৌকা ভ্রমনে খুভই মজাকর কাল পরিক্রমায় আজ পাহাড়পুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম –২০ নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ১৬.২০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ১৯৮২৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

    মাদ্রাসা- ১১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সামসুল আলম (তোফায়েল)সিকদার ।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০৯/২০০৬ইং।