ঢাকা-চট্রগ্রাম মহা সড়কটি বয়ে গেছে কুমিল্লা জেলার মাঝ দিয়ে । এই মহা সড়কের বাসস্টেন্ড গূলোর মধ্যে ১টি হল ইলিয়টগঞ্জ । ইলিয়টগঞ্জ থেকে ৯ কিলোমিটার উত্তরে অবস্থিত মুরাদনগর উপজেলাধীন সুনিবির প্রত্তন্ত অঞ্চল ২০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নটি মিশে আছে ৬ রিতুর সাথে ।তবে উপভোগ করার জন্ন্য বর্ষাকাল হল প্রধান । কারন এখানে রয়েছে ৫ টি মাছচাষের প্রকল্প ।প্রতিটি প্রকল্প ৪০০-৫০০ একর করে । তাই বর্ষাকালে নৌকা ভ্রমনে খুভই মজাকর । কাল পরিক্রমায় আজ পাহাড়পুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম –২০ নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ
খ) আয়তন – ১৬.২০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৯৮২৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ১১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সামসুল আলম (তোফায়েল)সিকদার ।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০৯/২০০৬ইং।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS