ভাষা: আমরা বাঙ্গালী জাতি । বাঙ্গালী জাতি হিসেবে আমাদের ভাষা বাংলা। যা কিনা আমাদের মাতৃভাষা।এ ভাষার জন্য বাঙ্গালী জাতিকে একসাগর রক্তআর ত্রিশলক্ষ প্রানদিতে হয়েছে। আমাদের এ ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদাপ্রাপ্ত।
বাংলা ভাষার পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে নতুন দিগন্তকে কাছে পেতে তথ্য প্রযুক্তির ছোয়ায় ইংরেজী সহ আর নানান ভাষায় পারদর্শী হয়ে উঠেছে।
সংস্কৃতি: সংস্কৃতি মানে - সত্যকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা, ভালোবাসাকে ভালোবাসা, বিনা লাভের আশায় ভালোবাসা, নিজের ক্ষতি স্বীকার করে ভালো বাসা। ধর্মমানে সাধারন লোকের কালচার, আর কালচার শিক্ষিত - মর্জিত লোকের ধর্ম। কালচার মাণে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা। - সৌন্দর্য , আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিত। সাহিত্য, শিল্প, সঙ্গীত কালচারের উদ্দেশ্য নয়।
আমাদের পারগায়ে আজও সংস্কৃতি বিরাজমান। সংস্কৃতি না থাকলে সুন্দর্য থাকত না।
সংস্কৃতিবান এ গ্রামের মানুষ আজও যেন একি মায়ের আচলে রয়েছে।