Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

 

১।হাজী , মিতালী ও মদিনা সেচ ও মৎস প্রকল্প সমুহ

উপলিব্ধির বিষয়গুলো- বর্ষাকালে প্রচুর পানি থাকে দক্ষিনা বাতাসে ঢেউয়ের তালে তালে নৌকা করে বেড়াতে খুভ মাজাকর তাছড়া এই মৎস্য প্রকল্পগুলোতে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়ে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে বড়- বড় পাইকার আসে মাছ কিনতে এবং নগর থেকেও গাড়ি নিয়ে চলে আসে পর্যটকগন। যাবার বেলায় সাথে মাছ নিতে ভুলে না। প্রতি বছর প্রতিটি মৎস্য প্রকল্প থেকে কোটি টকার মাছ বিক্রি করে। আরও মজার বিষয় হল জেলেরা যখন মাছ ধরে তথন হই-হাল্লা করে তাদের মাছ ধরার আনন্দ দেখতে ও শুনতে খুবই আনন্দ কর

যাতায়াত - মুরাদনাগার উপজেলা থানা গেইট থেকে সিএনজি/ রিক্সা যোগে পান্তি বাজারে আসা যায়।বাজার থেকে অটো করে যাওয়া যায় ।

ভাড়ার হার--৩০ টাকা। (জনপ্রতি)