নদী: পাহাড়পুর ইউনিয়নে নদী নেই তবে খাল আছে দেখতে প্রায় নদীর মত। কারন দুরথেকে মানুষ আমাদের গ্রামে আসলে বলে এটা কোন নদী?
খাল: আমাদের ইউনিয়নে বেশ কয়েকটি বড় বড় খাল রয়েছে-
১। আমাদের ইউনিয়নের মাঝ দিয়ে (পান্তি-পাঁচপুকুরিয়া) বয়ে গেছে বড় খালটি। এ খালটি মেঘনা নদীর সাথে যোগাযোগ। এ খালটির বিভিন্ন শাখা রয়েছে যেমন- পান্তি থেকে পশ্চিম দিকে শুরু- ক) পান্তি ব্রিজ থেকে উত্তর দিকে (মুরাদনগর রোডে) একটি খাল বয়ে গেছে
খ) তার ১/২ কিলো পশ্চিমে দক্ষিন দিকে আরেকটি খাল বয়ে গেছে। এ খালটি গিয়ে ইলিয়টগঞ্জ খালের সাথে যোগ বেধেছে।
গ) তার আরও ২ কিলো মিটার পশ্চিমে লক্ষীপুর গ্রামের পাশ দিয়ে দক্ষিন দিকে বালিয়াচনা গ্রামকে ছেদ করে এ খালটিও ইলিয়টগঞ্জ খালকে ছুয়েছে।
ঘ) তার সাথে লক্ষীপুর গ্রামকে ছেদ করে উত্তর দিকে (ছালিয়াকান্দির দিকে) আরেকটি খাল চলে গেছে। বর্ষাকালে ছালিয়াকান্দি বাজারে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এ খালটি।
এছাড়াও আর ছোট ছোট খাল রয়েছে যা কিনা গ্রামের বিভিন্ন ডোবার সাথে মিশে আছে।