সিটিজেন চার্টার
১। কৃষি ও কৃষকের উন্নয়ন মূলক যাবতীয় কাজ কর্মের সহায়তা প্রদান।
২। বিভিন্ন ফসলের প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে ফসল আবাদে সম্প্রসারণ এবং উচ্চ ফলনশীল জাতের
বীজ,চারাকলম , কৃষককে প্রদানের সহজলভ্য করা ।
৩। উন্নত চাষাবাদে উন্নত কলা কৌশল কৃষক/কৃষানীগনকে হাতে কলমে ও প্রশিক্ষনৈর মাধ্যমে সম্প্রসারণ
করা।
৪। পরিবেশ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধিকল্পে কৃষক মাঠ স্কুল স্থাপন করে প্রশিক্ষন প্রদান।
৫। পরিবেশ রক্ষায় কীটনাশকের ব্যবহার কমাইয়া বিভিন্ন ফসলে বিশেষ করে ফসলী জমিতে ঢালপালা
পুতে(পার্চিংএর মাধ্যমে) অনিষ্টকারী পোকা খাদক পাখি বসানোর ব্যবস্থা করা।
৬। পরিবেশ রক্ষায় ও ইউরিয়া সারের সাশ্রয়কল্পে গুটি ইউরিয়া ব্যবহার।
৭। বিভিন্ন ফসলে কৃষকের সেচ সুবিধা প্রদানে সহায়তা প্রদান।
৮। প্রতিটি ইউনিয়ন/ব্লকে এসএএওগনের কাজ কর্মের তদারকি প্রদান।
৯। সুষম সার ব্যবহারের নিশ্চিত করন।
১০। ইউনিয়নভিত্তিক কীটনাশক,সার ডিলারও খুচরা সার বিক্রেতা গনের সার বিক্রের মনিটরিং করা।
১১। কৃষককে ফসল উৎপাদনে কৃষি ঋন প্রাপ্তিতে সহযোগিতা করা।
১২। সময় সময় সরকার প্রদত্ত সুযোগ সুবিধা কৃষকদের প্রাপ্তিতে নিশ্চিত করা।
১৩। উপজেলা পরিষদে কৃষি বিভাগের খাতের বরাদ্দকৃত টাকা কৃষি বিষয়ক উন্নয়ন মূলক কাজে ব্যয় এর
জন্য সংশ্লিষ্ট সকলের সহিত একযোগে কাজ করা।
১৪। কৃষকের চাহিদা মোতাবেক তাৎক্ষনিকভাবে সেবা প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS