Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী যোগাযোগ

পাহাড়পুর ইউনিয়নের প্রধান প্রধান পরিচিত জায়গা সমুহ হলোঃ

ক। পাহাড়পুর গ্রাম- যোগাযোগের স্থান ও মাধ্যম-

১। পাহাড়পুর ইউনিয়ন পরিষদ ও তথ্য সেবা কেন্দ্র- এখান থেকে পাহাড়পুর ইউনিয়ন এর আওতাধীন সকল গ্রামের সর্বাধিক তথ্য পাওয়া যাবে।

২। পান্তি বাজার- বিশেষ করে বাজার হল একটি বা একাধিক গ্রামের যোগাযোগ এর প্রধান কেন্দ্র। কারন প্রতিটি গ্রামের পাড়ার মহল্লার মানুষ এখানে সমাবেত হয়। তাই পান্তি বাজারে এসে পাহাড়পুর সহ সংলগ্ন পাশাপাশি গ্রামের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব হবে।

৩। মগদিঘির পাড়ঃ- পাহাড়পুর গ্রামের দক্ষিনে মগদিঘির পাড় অবস্থিত। এখানে বাজারের মত দোকান পাট রয়েছে। তাই এখান থেকে পাহাড়পুর সহ বাবুটি পাড়া ইউনিয়ননের গ্রাম গুলোর মধ্যে গান্দ্রা, দৈয়ারা লক্ষীপুর গ্রামের তথ্য পাওয়া যাবে।

খ। বাঁশকাইট স্কুল ও কলেজ এবং বাজার- বাঁশকাইট স্কুল, কলেজ এবং বাজার থেকে বাঁশকাইট, সুরানন্দী, সরমাকান্দা, উড়িশ্বর গ্রামের সাথে যোগাযোগ করা সহজ হবে।

গ) পাঁচপুকুরিয়া বাজারঃ- পাঁচপুকুরিয়া বাজার থেকে পাঁচপুকুরিয়া গ্রাম, জালপাড়া, লক্ষীপুর , বালিয়াচনা , মাধবপুর, চৌহদ্দী গ্রামের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। মাধ্যম- উপজেলা থেকে - মুরাদনগর জিএনজি স্টেন্ড থেকে পান্তি বাজার - (মাধ্যম-সিএনজি) ভাড়া- ৩৫ টাকা। মাধ্যম- মুরাদনগর থেকে সিএনজি করে বাখড়াবাদ হয়ে পাঁচপুকুরিয়া আসা যায় । মাধ্যম সিএনজি ও বাস ভাড়া- ৩০-৪০ টাকার মত। ইলিয়টগঞ্জ থেকে সি,এন,জি করে পান্তি বাজার ভাড়া- ২৫ টাকা উল্লেখ যে এ রাস্তাটি ইলিয়টগঞ্জ হয়ে বাবুটিপাড়া দিয়ে পান্তি বাজার সহ কৃষ্ণপুর বাজার হয়ে নহলচৌমহনী দিয়ে মুরাদনগর কে ছুয়েছে। আবার ইলিয়টগঞ্জ থেকে পাঁচপুকুরিয়া হয়ে পাহাড়পুর গ্রামের আসা যায় । সিএজির মাধ্যমে। এদিকদিয়ে আবার সহজে মুরাদনগর সহ দেশের বিভিন্ন স্থানে যাবার সু ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে - যোগাযোগ করুন- পাহাড়পুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

cell- 01724967227

email- masum.uisc11@gmail.com