দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে অত্র ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ও সহজ হয়ে উঠেছে।
উপজেলা থান গেইট থেকে ৯ কি: মি: দক্ষিনে অবস্থিত পাহাড়পুর ইউনিয়নটি।
(যোগাযোগের মাধ্যম হিসেবে মূলত সি, এন, জি বেশীর ভাগ প্রচলিত)
ইউনিয়ন পরিষদ হতে পশ্চিম দিকে যে রাস্তাটি বয়ে গেছে তা অত্র ইউনিয়নের আওতাধীন গ্রামগুলোর মধ্যে উৎরাই, মাঝাপাড়া, লক্ষীপুর, পাঁচপুকুরিয়া বাজার পর্যন্ত।
ইউনিয়নের পুর্বদিকে পান্তি বাজার হয়ে পাহাড়পুর গ্রামের পুর্বদিকের সীমানা ছুয়ে বাবুটি পাড়া ইউনিয়ন দিয়ে চলে গেছে ঢাকা-চট্রগ্রাম মহসড়ক ইলিয়টগঞ্জ বাস স্টেন্ডে।
এরি ফাকে ফাকে গ্রামের মেঠুপথ গুলো অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS