পাহাড়পুর মাদ্রাসা টি ১৯৪৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। এ মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এ মাদ্রাসার বড়হুজুর সাহেব মৃত্যুর পর বর্তমানে ওনার সুযোগ্য পুত্র আঃ হাই সাহেব পাহাড়পুরী তাহার দায়িত্ব পালন করছেন।
প্রাচীনতম মসজিদটির স্থাপনকাল অজনা। কারন মুরাদনগররের কয়েকটি মসজিদের মধ্যে এই মসজিদটিও ছিল। জনমতে, রামচন্দ্রপুর থেকে ইলিয়টগঞ্জ যাবার পথে পাহাড়পুর গ্রামের এই মসজিদ টি ছিল মাত্র। এখান দিয়ে বয়ে গিয়েছিল একটি সরু রাস্তা। বর্তমানে সেই রাস্তার টিহ্ন নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস